আপনি কি কম্পিউটার টাইপিং জানেন? তবে আপনার জন্য রয়েছে এক সুবর্ণ চাকরির সুযোগ!
আপনি কি সরকারি চাকরির খোঁজে আছেন? তবে বড় সুখবর রয়েছে আপনার জন্য। ভারতীয় বিমান বাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন শূন্যপদে নিয়োগ হবে অসংখ্য কর্মী। নিম্নে বিভিন্ন শূন্যপদের তালিকা এবং শূন্যপদের সংখ্যার পাশাপাশি আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।
শূন্যপদের সংখ্যা: বিভিন্ন শূন্যপদ মিলিয়ে মোট নিয়োগ করা হবে 1524 টি পদে।
শূন্যপদের নাম ও নিয়োগের পরিমাণ:
Western Air Command: 362
South Air Command: 28
East Air Command: 132
Central Air Command: 116
এছাড়াও রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ কমান্ডে নিয়োগ করা হবে যথাক্রমে 479 এবং 407 কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন শূন্যপদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ এবং সর্বোচ্চ যোগ্যতা রয়েছে স্নাতক পাশ যা বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া রয়েছে।
এছাড়ও আপনকে কম্পিউটার টাইপিং জানতে হবে যদি আপনি আবেদন করতে চান।
বয়সসীমা: আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। OBC প্রার্থীর জন্য বয়সে 3 বছর এবং SC/ST দের জন্য রয়েছে 5 বছরের ছাড়।
নিয়োগ পদ্ধতি: মূলত গ্রুপ সি সিভিলিয়ান পদে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেগুলো বিষয় থাকবে, General English, General Awareness, General Intelligence and Reasoning ইত্যাদি। এছাড়াও পরবর্তীতে প্রার্থীদের টাইপিং টেস্টের মাধ্যমে বাছাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট ঃ https://indianairforce.nic.in/