ভারতীয় খাদ্য নিগমে নিয়োগ, বেতন উচ্চ! আজই করুন আবেদন
রাজ্যের পাশাপাশি গোটা দেশের এখন মূল ও প্রধান সমস্যা হলো বেকার সমস্যা। তাই আপনি যদি সরকারি চাকরিপ্রার্থীদের মধ্যে একজন হয়ে থাকেন, খবরটি আপনার জন্য। ভারতীয় খাদ্য নিগম তথা FCI( Food Corporation of India) বেশ কিছু শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করেছে।
নিয়োগকারী সংস্থা: FCI( Food Corporation of India)
পদের নাম ও শূন্যপদ: বেশ কয়েকটি পদ রয়েছে এবং প্রতিটি পদে কিছু কিছু করে নিয়োগ হবে। মোট 89টি শূন্যপদের মধ্যে কোন পদে কত নিয়োগ হবে তা নিম্নে দেওয়া হলো
Assistant General Manager (General Administration) – 30 Posts
Assistant General Manager (Technical) – 27 Posts
Assistant General Manager (Accounts) – 22 Posts
Assistant General Manager (Law) – 8 Posts
Medical Officer – 2 Posts
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী বিভিন্ন হবে।
বয়স: পদ অনুযায়ী ভিন্ন থাকবে।
Assistant General Manager (General Administration) – 30 Years
Assistant General Manager (Technical) – 28 Years
Assistant General Manager (Accounts) – 28 Years
Assistant General Manager (Law) – 33 Years
Medical Officer – 35 Years
জাতীয়তা: আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
কর্মস্থল: সারা ভারত
বেতন: Assistant General Manager – Rs. 60,000-1,80,000/-
Medical Officer – Rs. 50,000- 1,60,000/-
আবেদনের শেষ তারিখ: 31 মার্চ, 2021
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন: https://www.recruitmentfci.in/assets/category_I/FCI%20Cat%20I%20Advt%20English.pdf
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.recruitmentfci.in/category_first_main_page.php