আপাতত স্থগিতাদেশ 16,500 নিয়োগে! কবে নতুন টেটের রেজাল্ট?: হাইকোর্ট

আপাতত স্থগিতাদেশ 16,500 নিয়োগে! কবে নতুন টেটের রেজাল্ট?: হাইকোর্ট

খবর সম্প্রীতি: এ যেনো এক অভিশপ্ত নিয়োগ প্রক্রিয়া! প্রাইমারি টেট নিয়োগের প্রক্রিয়া, যেটি নিয়ে দুর্নীতির পাশাপাশি শেষ নেই কৌতূহলের। আরও একবার নতুন করে অভিযোগের তির উঠল এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে, যার জেরে পুরো স্তব্ধ হয়ে বসেছে সেই ঐতিহাসিক ২০১৪ এর নিয়োগ। 



দোরগোড়ায় একুশের বিধানসভা নির্বাচন এবং সঙ্গে রাজ্য সরকার উঠে পরে লেগেছে নানান উন্নয়ন মূলক কাজ করতে। এদের মধ্যে অন্যতম ছিল অনিষ্পন্ন নিয়োগ প্রক্রিয়া গুলি সেরে রাজ্যের বেকার সমস্যায় রাশ টানা। ফলে ২০১৪ টেট -এর অমীমাংসিত অঢেল নিয়োগ শুরু করে রাজ্য সরকার। চটজলদি প্রক্রিয়া শেষ করতে গিয়ে চোখে আসে নানান অনিয়ম ও দুর্নীতি, যার জেরে কোর্ট এর দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের একাংশ। আজ সাফ সাফ স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট সেই নিয়োগ প্রক্রিয়ায়।



অন্যদিকে ২০১৭ এর টেট, যেটির পরীক্ষা হয়েছিল গত ৩১ জানুয়ারি, তার রেজাল্ট নিয়ে এখনও জল্পনার শেষ হয়নি। একবার বলা হয়েছিল ভোটের আগেই হবে ফলপ্রকাশ। তবে পর্ষদ তথা রাজ্য সরকার যেভাবে অনীহা দেখতে শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে, যে আপাতত কোনো সম্ভাবনা নেই রেজাল্টের।

Leave a comment