করোনা আবহে বিধ্বস্ত হয়েছে গোটা দেশের অর্থনৈতিক অবস্থা। সঙ্গে হুহু করে বেড়ে গেছে দেশের বেকার সমস্যা। চাকরিপ্রার্থীরা চাকরির পরীক্ষার দিনের জন্য অপেক্ষা করছে তীর্থের কাকের মত, সঙ্গে অনেকেই হারিয়েছেন তাদের পাওয়া চাকরি।
ঠিক এই কঠিন মুহূর্তে এক বিরাট নিয়োগ হতে চলেছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিতে। নিয়োগ হবে IBPS কর্তৃক। 3517 শূন্যপদে প্রবেশনারি অফিসার / ম্যানেজমেন্ট ট্রেনি পদে যারা আবেদন করতে পারেননি তাদের দেওয়া হবে নতুন করে আবেদনের সুযোগ।
IBPS CRP – PO / MT – X পরীক্ষার জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 11 নভেম্বর পর্যন্ত।
নতুন করে আবেদন শুরু হয়েছে বলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আগামী 11 নভেম্বর এর মধ্যেই পূর্ণ হতে হবে। এবং যারা আগেই আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
অফিসিয়াল ওয়েবসাইট: https://ibpsonline.ibps.in/crppo10jul20/