SSC -এর মাধ্যমে গ্রেড C ও D পদে অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! আবেদনের শেষ তারিখ: ০৪/১১/২০২০

এই করোনা আবহে দেশের অর্থনৈতিক অবস্থা একদিকে যেমন বিধ্বস্ত অন্যদিকে বেকার সমস্যায় ভুগছেন অনেক চাকরিপ্রার্থীরা। এমন কঠিন মুহূর্তে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এলো এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশন।

আবেদনের পদ্ধতি: অনলাইন
নিয়োগকারী সংস্থা: এসএসসি
পদের নাম: স্টেনোগ্রাফার গ্রেড C ও D পদ।
কর্মস্থল: সারা ভারত

শিক্ষাগত যোগ্যতা:
গ্রেড C: প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীকে মিনিটে ১০০টি শব্দ হিসেবে ১০ মিনিটের জন্য ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং করার জন্য নির্দেশ দেওয়া হতে পারে।

গ্রেড D: এক্ষেত্রেও প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীকে মিনিটে ৮০টি শব্দ হিসেবে ১০ মিনিটের জন্য ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং করার জন্য নির্দেশ দেওয়া হতে পারে।

বয়স সীমা:
গ্রেড C: ১৮ থেকে ৩০ বছর
গ্রেড D: ১৮ থেকে ২৭ বছর

জাতীয়তা: অবশ্য ভারতীয় নাগরিক হতে হবে।

আবেদন মূল্য: 
General/ OBC/ EWS: ১০০ টাকা।

SC/ST/ Women/ Ex-servicemen: আবেদন মূল্য লাগবে না।

নির্বাচনের পদ্ধতি:
অ্যাপ্লিকেশন ফর্ম গুলি ভেরিফিকেশন এর পর প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলির মাধ্যমে নির্বাচন করা হবে।
Computer Based Examination
Skill Test
 
আবেদনের শেষ তারিখ: ৪ নভেম্বর, ২০২০
অফিসিয়াল ওয়েবসাইট: https://ssc.nic.in/

Leave a comment