এই করোনা আবহে দেশের অর্থনৈতিক অবস্থা একদিকে যেমন বিধ্বস্ত অন্যদিকে বেকার সমস্যায় ভুগছেন অনেক চাকরিপ্রার্থীরা। এমন কঠিন মুহূর্তে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এলো এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশন।
আবেদনের পদ্ধতি: অনলাইন
নিয়োগকারী সংস্থা: এসএসসি
পদের নাম: স্টেনোগ্রাফার গ্রেড C ও D পদ।
কর্মস্থল: সারা ভারত
শিক্ষাগত যোগ্যতা:
গ্রেড C: প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীকে মিনিটে ১০০টি শব্দ হিসেবে ১০ মিনিটের জন্য ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং করার জন্য নির্দেশ দেওয়া হতে পারে।
গ্রেড D: এক্ষেত্রেও প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীকে মিনিটে ৮০টি শব্দ হিসেবে ১০ মিনিটের জন্য ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং করার জন্য নির্দেশ দেওয়া হতে পারে।
বয়স সীমা:
গ্রেড C: ১৮ থেকে ৩০ বছর
গ্রেড D: ১৮ থেকে ২৭ বছর
জাতীয়তা: অবশ্য ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন মূল্য:
General/ OBC/ EWS: ১০০ টাকা।
SC/ST/ Women/ Ex-servicemen: আবেদন মূল্য লাগবে না।
নির্বাচনের পদ্ধতি:
অ্যাপ্লিকেশন ফর্ম গুলি ভেরিফিকেশন এর পর প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলির মাধ্যমে নির্বাচন করা হবে।
Computer Based Examination
Skill Test
আবেদনের শেষ তারিখ: ৪ নভেম্বর, ২০২০
অফিসিয়াল ওয়েবসাইট: https://ssc.nic.in/