29,800/- বেতনে জেলায় জেলায় বন্ধন ব্যাংকে বিরাট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে যেকেউ যোগ্য | Bandhan Bank Recruitment 2023

আপনি কি একজন চাকরি প্রার্থী? আপনি কি তথাকথিত সরকারি চাকরি থেকে একটু ভিন্ন অন্য ধরনের চাকরি খুঁজছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার বন্ধন ব্যাংকের তরফে একটি দুর্দান্ত নিয়োগের (Bandhan Bank Recruitment 2023) বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নিয়োগটি সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বাসিন্দা হোন না কেনো আপনি অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

Bandhan Bank Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: দেশের অন্যতম বিখ্যাত ব্যাংক তথা বন্ধন ব্যাংকের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 

ক্ষেত্র ও পদ: মূলত তিনটি ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা, Finance, Insurance এবং Accounting Services। 

এবং একই সঙ্গে বিভিন্ন পদ রয়েছে যেসব পদে কর্মীদের নিয়োগ করা হবে। যথা, CSO, BRM, CSA, CASA, RO এবং অন্যান্য।

চাকরির স্থান: পশ্চিমবঙ্গের যেকোনো স্থানে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে আপনি রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের বন্ধন ব্যাংকের এই নিয়োগ (Bandhan Bank Recruitment 2023) এ আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আরো উচ্চ লেভেলের পদের জন্য আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদন এর জন্য আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 32 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 14,800/- টাকা। এই বেতন সর্বোচ্চ 29,800/- টাকা অব্দি হতে পারে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিন।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিতে হবে।

2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।

3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।

4. সবার শেষে সব ঠিকঠাক আছে কিনা চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

উল্লেখ্য, এই বন্ধন ব্যাংকের নিয়োগের আরো বিস্তারিত বিবরণ ও খুঁটিনাটি জেনে নিতে নিচে দেওয়া মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে যোগাযোগ করুন। Contact no. 9874980036 – 7890889909 এবং Email ID – recruitmentbandhanbank1@gmail.com

আবেদনের সময়সীমা: আগামী 24/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে। সঙ্গে সেখানেই অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে, দেখে নিন।

OFFICIAL NOTIFICATION/ APPLY ONLINE: CLICK HERE

ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।

TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment