কন্যাশ্রী প্রকল্পের তরফে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন আবেদন পদ্ধতি | WB Kanyashree Prakalpa Recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য এক নতুন নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গে এবার জেলা লেভেলে কন্যাশ্রী প্রকল্পের তরফে কর্মী নিয়োগের (WB Kanyashree Prakalpa Recruitment 2023) বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তবে শীঘ্রই করে ফেলুন আবেদন, নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

WB Kanyashree Prakalpa Recruitment 2023

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডিএম ও কালেক্টর অফিসের অধীনে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফে কন্যাশ্রী প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ করা হবে।

পদ – ডেটা ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রার্থীর বয়সসীমা: 01/08/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 37 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।

মাসিক বেতন: মাসে ভালো অঙ্কের টাকা বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর সর্বনিম্ন মাসিক বেতন 11,000/- টাকা থেকে বাড়িয়ে হচ্ছে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। সেক্ষেত্রে নিচে প্রদত্ত নিয়োগের অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।

1. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে নিন। পাশাপাশি একটি বৈধ ইমেল আইডি রাখুন।

2. নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে অনলাইন ফর্ম ফিলাপ করে নিতে হবে।

3. এক্ষেত্রে নিজের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

আবেদনের সময়সীমা: আগামী 30/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।

OFFICIAL NOTIFICATIONCLICK HERE 
APPLY ONLINECLICK HERE
OFFICIAL WEBSITECLICK HERE 
Join Us On
WhatsApp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Facebook PageJoin Now

Leave a comment