এবার পশ্চিমবঙ্গে ডিএম অফিসের তরফে গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ (DM Office Group D Recruitment) করা হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন। তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে জেলা লেভেলে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: মূলত গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ আলোচনা করা হয়েছে।
পদ – ম্যাট্রন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 8,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – সুপারিনটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: এই পদের ক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: দুই পদের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
1. যে পদের জন্য আবেদন করবেন সেটি সিলেক্ট করুন। সঙ্গে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
2. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. ফর্মের ওপরে ডানদিকে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। এবং ফর্মের নিচে ডানদিকে নিজের একটি সিগনেচার করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্র এর সঙ্গে যুক্ত করুন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে ফেলুন এবং নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন এর ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. দুই কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো
2. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
3. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট কিংবা সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 15/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবেন।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |
Join Us On