পশ্চিমবঙ্গে এবার মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ (WB MTS Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের সমগ্র চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। আপনি যদি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আপনারা নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা: ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদ – মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মীদের সপ্তম পে কমিশন এর পে লেভেল 1 অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
5. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 15 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The West Bengal National University Juridical Service, Dr. Ambedkar Bhavan, 12 LB Block, Sector III, Salt Lake, Kolkata- 700106
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |