পশ্চিমবঙ্গে পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নতুন কর্মী নিয়োগ (WB Municipal Corporation Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। একই সঙ্গে কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে পৌরসভা সার্ভিস কর্পোরেশন (West Bengal Municipal Service Corporation) তথা WBMSC এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: পৌরসভার এই নিয়োগে একই সঙ্গে প্রধান দু ধরনের পদে নেওয়া হবে কর্মী। যথা, মজদুর এবং পরিবেশ বন্ধু।
প্রয়োজনীয় যোগ্যতা: উল্লিখিত পদে আবেদনের জন্য পদ সম্পর্কিত বিশেষ শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা থাকা দরকার। সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
নিয়োগ প্রক্রিয়া: বিশেষ কয়েকটি ধাপ এর মধ্য দিয়ে কর্মীদের নিযুক্ত করা হবে।
- প্রার্থীদের সবার প্রথমে Read & Write Ability Test এর মধ্য দিয়ে যেতে হবে।
- এখানে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ডেকে নেওয়া হবে Field Test এর জন্য।
- Field Test এ প্রার্থীদের যাচাই করে এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি: প্রার্থীদের Read & Write Ability Test এর জন্য অংশগ্রহণ করতে হবে।
এই টেস্ট এর দিনে প্রার্থীদের দুই কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে।
প্রার্থীদের বেশ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে।।যেমন,
- আইডেন্টিটি প্রুফ
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
পরীক্ষার তারিখ: এই লিখিত পরীক্ষা তথা Read & Write Ability Test এর তারিখ হলো 24/09/2023 তারিখ।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |