ন্যুনতম যোগ্যতায় বন বিভাগে কর্মী নিয়োগ (Forest Dept Recruitment 2023 ) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। মূলত ক্লার্ক লেভেলের পদে নেওয়া হবে কর্মী। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: ICFRE – রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদ – লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর বেতনক্রম 19,900/- থেকে 63,200/- টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া বিস্তারিত ধাপ অনুসরন করুন।
- নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
- নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ভালো করে পূরণ করে দিন।
- নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
- অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
- সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের সময় যেসব ডকুমেন্ট অবশ্যই দেবেন,
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/ সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
- আইডেন্টিটি প্রুফ ইত্যাদি
আবেদনের সময়সীমা: আগামী 29/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা Application Form এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |