রাজ্যে এবার জেলা লেভেলে ঢাকি নিয়োগ (Dhaki Recruitment West Bengal) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনার যদি ঢাক বাজানোর অভিজ্ঞতা থেকে থাকে তবে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে তথা প্রোগ্রাম কিংবা পুজোর সময় ঢাকি -দের চাহিদা সবথেকে বেশি থাকে সেটা আমরা জানি। তাদের বায়না তথা ভাড়া করে আনতে হয়। এবার এই ঢাকি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আসুন তবে জেনে নিই এর বিস্তারিত বিবরণ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলার SDO অফিস তথা মহকুমার অন্তর্গত নানান ব্লকে এই কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা: বেশ কিছু যোগ্যতা থাকা দরকার এই ঢাকি পদে আবেদন জানাতে গেলে। সেগুলি হলো –
1. আপনাকে তপশিলী জাতি/ উপজাতি কিংবা অন্য কোনো জাতিগত সংশাপত্রের অধিকারী হতে হবে।
2. আপনাকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।
3. জনবহুল এলাকায় আপনার ঢাক বাজানোর অভিজ্ঞতা থাকা দরকার।
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে আবেদনপত্র জমা করার মধ্য দিয়ে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, কাস্ট ক্যাটাগরি, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের একটি সই করুন আবেদনপত্রের মধ্যে। সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সংশ্লিষ্ট ব্লক কিংবা মহকুমায় পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনপত্রের সঙ্গে নিম্নে প্রদত্ত ডকুমেন্ট গুলির জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
1. জাতিগত সংশাপত্র
2. ভোটার কার্ড
3. আধার কার্ড
4. জনবহুল এলাকায় ঢাক বাজানোর অভিজ্ঞতার প্রমাণপত্র তথা সার্টিফিকেট
5. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
6. নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটো
আবেদন পাঠানোর সময়সীমা: আগামী 06/10/2023 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন/ আবেদনপত্র | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |