রাজ্যে স্বাস্থ্য বিভাগের তরফে কর্মী নিয়োগ (WB Health Job Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি কি ভালো কোনো চাকরির খোঁজ করছেন? আপনি কি স্বাস্থ্য বিভাগের চাকরিতে আগ্রহী? তবে এখানে অনায়াসেই আবেদন জানাতে পারেন। পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: যোগা ইন্সট্রাকটর (Yoga Instructor) পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন যোগ্য।
শূন্যপদ: মোট 60 টি শূন্যপদ রয়েছে। 30 জন পুরুষ এবং 30 জন মহিলা প্রার্থী নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রথমত, যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে যোগা এর সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক সর্বোচ্চ বেতন 8,000/- টাকা অব্দি হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া: মোট 50 নম্বর এর মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করা হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর 15 নম্বর, যোগা সার্টিফিকেট/ ডিপ্লোমা কোর্সের প্রাপ্ত নম্বরের ওপর 15 নম্বর, ডেমোনস্ট্রেশন ও ইন্টারভিউয়ের ওপর 10 নম্বর করে মোট 20 নম্বর।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন। আবেদনের প্রিন্ট আউট কপি বের করে যাবতীয় কিছু ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: যেসব ডকুমেন্ট অনলাইন আবেদনের প্রিন্ট আউট কপির সঙ্গে জমা দিতে হবে,
1. মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড
2. এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো
3. শিক্ষাগত যোগ্যতার সকল মার্কশিট এবং সার্টিফিকেট
4. ঠিকানা এর প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড
5. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 05/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |