এয়ারপোর্টের তরফে জারি হলো কর্মী নিয়োগ (Airport Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং এয়ারপোর্টের চাকরিতে আগ্রহী তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদ – হ্যান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 17,850/- টাকা।
পদ – ইউটিলিটি এজেন্ট
শিক্ষাগত যোগ্যতা: ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার পদে আবেদন জানাতে গেলেও মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 20,130/- টাকা।
পদ – রাম্প সার্ভিসেস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 23,640/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – জুনিয়র অফিসার টেকনিক্যাল
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 28,200/- টাকা।
প্রার্থীর বয়সসীমা: উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে কোনো আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে নিন।
2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
4. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে।।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 17/10/2023, 18/10/2023 এবং 19/10/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |