পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে দুর্দান্ত নিয়োগ (WBSETCL Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তারা এই প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর তথা West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) এর তরফে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: রাজ্যের বিদ্যুৎ দপ্তরের এই নিয়োগে স্পেশাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমা: পদ সম্পর্কিত ক্ষেত্রে বিশেষ শিকযজ্ঞত যোগ্যতা থাকা দরকার। সঙ্গে বয়সের ঊর্ধ্বসীমা 63 বছর রাখা হয়েছে।
মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 50,000/- টাকা রাখা হয়েছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য। সেখানে তাদের ভালো করে যাচাই ও বাছাই করার পর কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন। সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে এই ফর্ম ভালো করে পূরণ করুন।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করুন। সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To the General Manager (HR & A), Training, Planning & Allied Services, WBSETCL, Vidyut Bhavan, 8th Floor, D-Block, Sector-II, Block-DJ, Bidhannagar, Kolkata – 700091
আবেদনের সময়সীমা: আগামী 08/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Application Form | Click Here |
Official Website | Click Here |