পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফে BPC পদে কর্মী নিয়োগ (WB Health BPC Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এখনও নানান নিয়োগ সংঘটিত হচ্ছে। তাদের মধ্যে এটি অন্যতম। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: স্বাস্থ্য বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে BPC তথা ব্লক প্রোগ্রাম কো অর্ডিনেটর পদে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ। সঙ্গে কম্পিউটার এমএস অফিস এবং ইন্টারনেট কাজের জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 15,000/- টাকা। সঙ্গে এক্সট্রা 1800/- টাকা Mobility Support হিসাবে প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিম্নে প্রদত্ত পদ্ধতি অনুসরণ করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফরম্যাট বানিয়ে ফেলুন ভালো করে।
2. সেক্ষেত্রে নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিয়ে এই ফরম্যাট টি পূরণ করুন।
3. গুরুত্বপূর্ণ যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই করে এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
4. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট যুক্ত করে দিতে হবে,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট
2. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাশের মার্কশিট
3. কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 24/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Join Us On