পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পে নিয়োগ (Anandadhara Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে পড়াশুনা করার পর ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। এখানে আপনিও চাইলে অতি সহজেই আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নিন।
নিয়োগকারী সংস্থা: জেলা লেভেলে আনন্দধারা প্রকল্পে তথা ANANDADHARA DISTRICT OFFICE, DISTRICT MISSION MANAGEMENT UNIT এর তরফে জেলা লেভেলে নিয়োগটি সংঘটিত হচ্ছে।
পদের নাম: এর মধ্য দিয়ে মূলত কমিউনিটি রিসোর্স পার্সন (Community Resource Persons) তথা CRP-EP পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 25-45 বছর বয়সের মধ্যে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ফেলুন।
2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
5. সবার শেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় 40 নম্বর ও ইন্টারভিউতে 10 নম্বর এবং সব মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে।
আবেদনের সময়সীমা: আগামী 10/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, এটি ডাউনলোড করে এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |
Join Us On