স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একই সঙ্গে গ্রুপ বি, সি কর্মী নিয়োগ (Health Dept Group-B C Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সবথেকে বড় কথা হলো, ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health & Family Welfare) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: স্বাস্থ্য বিভাগের এই নিয়োগে একই সঙ্গে বিভিন্ন গ্রুপ বি, সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. Field Worker
2. Library & Information Asst
3. Library Clerk
4. Instructor (VTW) Fitter Trade
5. Junior Medical Laboratory Technologist
6. Pressing Man
7. Technician
8. Laboratory Technician
9. Research Assistant
10. Laboratory Attendant
11. X-Ray Technician
এবং আরো বেশ কয়েক ধরনের পদ রয়েছে যেগুলো অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চতর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্ন। সেক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। সেক্ষেত্রে সর্বনিম্ন লেভেলের ক্ষেত্রে মাসিক বেতন 18,000/- টাকা এবং সর্বোচ্চ লেভেলের ক্ষেত্রে মাসিক বেতন 44,900/- টাকা থেকে শুরু হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 30/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |