এবার আধার এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করেছেন তথা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। এবং কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: আধার দপ্তরে তথা UIDAI দপ্তরের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। নিচে পদের নাম উল্লেখ করা হলো।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত যেসব পদে নেওয়া হবে কর্মী সেগুলি হলো,
Accountants
Junior Translation Officer
Assistant Technical Officer
Deputy Director
Section Officer
Technical Officer
Astt. Section Officer
Assistant Account Officer
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। সেক্ষেত্রে প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। সরাসরি বেতন উল্লেখ করা হয়নি। তবে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী সর্বনিম্ন পে লেভেল 5 এবং সর্বোচ্চ পে লেভেল 11 অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে।
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
1. সেক্ষেত্রে নিচে দেওয়া ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, জেন্ডার, জন্মতারিখ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
3. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন।
4. ফর্মে নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করতে হবে ফর্মের মধ্যে।
5. সবার শেষে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সহকারে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 01/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi-110001
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB UPDATES: CLICK HERE
চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট ভবিষ্যতে সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE