পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক নতুন নিয়োগের সুখবর। এবার রাজ্যে জেলা লেভেলে নতুন ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে অতি সহজেই আপনিও চাইলে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে অফিস অফ দা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নেওয়া হবে কর্মী।
পদের নাম: জেলা লেভেলে বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার কর্মী নিয়োগ করা হবে। আরো ভালো করে বলতে গেলে এখানে মূলত প্যারা লিগাল ভলেন্টিয়ার (PLV) পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের নিম্ন সীমা 18 বছর। অর্থাৎ, এই বয়সের উপরে যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: মূলত অফলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদন পদ্ধতি ফলো করুন।
1. সবার প্রথমে নিম্নে প্রদত্ত লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
3. নিজের নাম, বাবা/ স্বামীর নাম, জন্মতারিখ, জেন্ডার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
4. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। পাশাপাশি ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
6. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের মধ্যে ভরে ফেলুন এবং তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 12 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নিচে আবেদনপত্র জমা করার ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: “The Secretary, District Legal Services Authority, Nadia”. Address: – ADR Centre, District Judges’ Court Compound, Krishnagar, Nadia, Pin-741101
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE