পশ্চিমবঙ্গে বন্দরের তরফে জারি হলো কর্মী নিয়োগ (WB Port Recruitment 2023-24) এর বিজ্ঞপ্তি। যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা এখানে আবেদন জানাতে পারেন। আপনি কি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা? তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট তথা বন্দরের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: রাজ্যে বন্দরের এই নিয়োগের মধ্য দিয়ে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 26,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন।
5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন পাঠানোর ঠিকানা: Director, Marine Department, Syama Prasad Mookerjee Port, Kolkata, 15, Strand Road, Kolkata – 700001
আবেদনের সময়সীমা: আগামী 11/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |