মিনিস্ট্রি অফ ইনফরমেশন ও ব্রডকাস্টিং এর তরফে জারি হলো নিয়োগ (MIB Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নেওয়া হচ্ছে কর্মী। আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাইলেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: মিনিস্ট্রি অফ ইনফরমেশন ও ব্রডকাস্টিং (MINISTRY OF INFORMATION AND BROADCASTING) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যথা,
1. রিজিওনাল অফিসার
2. এডিশনাল রিজিওনাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে বয়স হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: রিজিওনাল অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতন 78,800/- টাকা এবং এডিশনাল রিজিওনাল অফিসার পদের ক্ষেত্রে বেতন 67,700/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট ডাউনলোড করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 17 ফেব্রুয়ারি, 2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
Important Links
Official Notification/ Bio Data Format | Click Here |
Official Website | Click Here |