পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ (WB Health Dept Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যাদের স্বাস্থ্য ক্ষেত্রে যোগ্যতা রয়েছে এবং চাকরির খোঁজ করছেন তারা এখানে অনায়াসেই আবেদন জানাতে পারেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত, শীঘ্রই জেনে আবেদন করুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ হবে।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদ রয়েছে। যথা,
পদ – স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা: GNM অথবা বিএসসি নার্সিং করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন 25,000/- টাকা থেকে শুরু হবে।
পদ – কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: স্বাস্থ্য সহায়ক তথা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ANM কিংবা GNM কোর্স করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 21 থেকে 40 বছর মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: এখানে কর্মী পিছু মাসিক গড় বেতন 13,000/- টাকা থেকে শুরু হবে।
পদ – মেডিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: MCI স্বীকৃত সংস্থা থেকে এমবিবিএস পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 60,000/- টাকা থেকে শুরু হবে।
পদ – স্পেশালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্ট রয়েছে যেখানে আবেদনের জন্য এমবিবিএস পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ 62 বছর বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
বেতনক্রম: এখানে দিনে 3,000/- টাকা প্রদান করা হবে। সপ্তাহে তিন দিন এবং দিনে অন্তত 3 ঘণ্টা। বিস্তারিত জানুন বিজ্ঞপ্তিতে।
নিয়োগ প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা হবে না। শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করবার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ে (Walk-In-Interview) অংশগ্রহণ করুন। আবেদনপত্র এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ কেন্দ্রে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 17/01/2024 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। রিপোর্টিং টাইম সকাল 10 টা।
আরো বিস্তারিত জেনে নিতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন লিংক থেকে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |