রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। এবার মিউজিয়ামে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যারা ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। সব থেকে বড় কথা হলো, ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে পাবেন মাসিক উচ্চ বেতন। আসুন তবে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি, নিচে আলোচনা করা হয়েছে।
পদের নাম – স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা: মূলত জুনিয়র স্টেনোগ্রাফার পদে নেওয়া হবে কর্মী যেখানে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,500/- টাকা। বেতন সর্বোচ্চ 81,100/- টাকা অব্দি হতে পারে।
পদের নাম – আর্টিস্ট A
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: এক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 19,900/- টাকা। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা হতে পারে।
কীভাবে আবেদন করবেন: অফিসিয়াল ওয়েবসাইট করে অনলাইনের মাধ্যমে আবেদন করুন। বিস্তারিত ধাপ নিম্নরূপ।
1. নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, সেখানে ভিজিট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
2. সেক্ষেত্রে নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, ঠিকানা ও অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দিতে হবে।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আরো কিছু ডকুমেন্ট এক এক করে আপলোড করে দিন।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 09/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE