পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ (WB Gram Panchayat Recruitment 2024) হতে চলেছে। সেক্ষেত্রে একই সঙ্গে প্রচুর শূন্যপদে হবে এই নিয়োগ। উল্লেখ্য, সামনেই লোকসভা ভোট। তাই এই ভোটকে সামনে রেখেই কেন্দ্র সরকারের তরফে দফায় দফায় বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে চলেছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। রাজ্য সরকারের তরফ থেকে নানান ছোট বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার গ্রাম পঞ্চায়েত লেভেলে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চলেছে।
কোথায় নিয়োগ হবে: রাজ্যের মন্ত্রীসভার বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যজুড়ে বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে হতে চলেছে এই বিরাট নিয়োগ।
কোন্ পদে নিয়োগ: গ্রাম পঞ্চায়েতের এই নিয়োগের মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা: একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে মোট 7216 টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মীদের। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত লেভেলে শূন্যপদের সংখ্যা 6652 টি এবং পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা হলো 564 টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন: এখানে নিযুক্ত কর্মীদের নিয়োগ করার পর কর্মী পিছু মাসিক গড় বেতন মোটামুটি 25,000/- টাকা থেকে শুরু হবে।
আবেদন পদ্ধতি: নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
এক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
সবশেষে নিজ নিজ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে হবে এবং আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এখনো নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি তথা নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। অতি শীঘ্রই এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে নিয়োগের বিস্তারিত বিবরণ জানিয়ে দেওয়া হবে এবং সেখানেই নিয়োগের অনলাইন আবেদনের লিংক পাবেন।
এই নিয়োগের আপডেট ভবিষ্যতে সবার প্রথমে পেতে আজ থেকেই ফলো করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট – khoborsampriti.com এবং অন্যান্য বিভিন্ন নিয়োগের আপডেটও এখানে পেয়ে যাবেন।