পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ (Utkarsh Bangla Recruitment 2024) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। নিয়োগের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গের 23 টি জেলায় এই নিয়োগ সংঘটিত হবে। সুতরাং, যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত বিবরণ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে উৎকর্ষ বাংলা প্রকল্পে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: একই সঙ্গে মোট চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিচে পদ থেকে সরিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
পদ – District Project Manager (DPM)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার কাজের দক্ষতা থাকা দরকার।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 25,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – Sub-Divisional Project Manager (SDPM)
শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রেও স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজে দক্ষতা থাকা দরকার। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: কর্মী পিছু মাসিক গড় বেতন 20,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – Block Level Staff (BLS)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন: এই পদে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন 12,000/- টাকা থেকে শুরু হবে।
পদ – Project Assistant cum Data Entry Operator (PADEO)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ। সঙ্গে কম্পিউটার এমএস অফিস এর কাজে দক্ষতা থাকা দরকার।
মাসিক বেতন: কর্মী নিয়োগের পর মাসিক বেতন 11,000/- টাকা থেকে শুরু হবে।
প্রার্থীর বয়সসীমা: যেকোনো ধরনের পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 23-44 বছর বয়সের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের বিশেষ কয়েকটি ধাপের মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে। এবং মোট 100 নম্বর রাখা হয়েছে।
লিখিত পরীক্ষা – 50 নম্বর
প্র্যাক্টিক্যাল টেস্ট – 30 নম্বর
ইন্টারভিউ – 20 নম্বর
আবেদন পদ্ধতি: নিম্নে বর্ণিত ধাপ অনুসরন করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
2. এক্ষেত্রে পদের নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ক্যাটাগরি, জন্মতারিখ, বয়স, জেন্ডার, আইডি প্রুফ নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিন।
3. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে দিন।
4. সবশেষে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী 03 এপ্রিল, 2024 তারিখের মধ্যে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |