পশ্চিমবঙ্গে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ (Lab Technician Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। এই সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন জানাতে পারেন। অনেকেই চাই স্বাস্থ্য বিভাগে চাকরি করতে। তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
পদের নাম: এমটি ল্যাব টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি DMLT কিংবা BMLT করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। এর নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 17,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস, কর্ম অভিজ্ঞতা তথা ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানান।
1. আবেদনপত্র (Application Format) সংগ্রহ করে সেটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করুন।
2. এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ও ইমেল ইত্যাদি দিন।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একেবারে ইন্টারভিউ তথা ডকুমেন্ট ভেরিফিকেশন এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 28/03/2024 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সময় সকাল 11 টা থেকে দুপুর 2 টা।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |