পশ্চিমবঙ্গে জেলায় জেলায় 12th পাশে Axis ব্যাংকে নিয়োগ, বেতন 18,500/- টাকা | Axis Bank Job Recruitment 2024

পশ্চিমবঙ্গে Axis ব্যাংকে কর্মী নিয়োগ (Axis Bank Job Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় হতে চলেছে এই নিয়োগ। অনেকেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন এবং অনেকেই ব্যাংকের চাকরিতে আগ্রহী। তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। সবথেকে বড় কথা হলো রাজ্যের পুরুষ মহিলা যেকেউ এখানে আবেদন যোগ্য। এবং কর্মীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত বিবরণ জানতে সঙ্গে থাকুন।

Axis Bank Job Recruitment 2024

নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গের Axis ব্যাংকের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলায় সংঘটিত হচ্ছে এই নিয়োগ।

পদ ও ক্ষেত্রের নাম: ফাইন্যান্স, ইন্সুরেন্স ও অ্যাকাউন্টিং সার্ভিস বিভাগে হচ্ছে নিয়োগে। সেক্ষেত্রে যেসব পদে নেওয়া হবে কর্মী –

1. ডেটা এন্ট্রি অপারেটর 

2. ব্যাক অফিস এক্সিকিউটিভ অফিসার 

3. কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ অফিসার 

4. অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার

5. KYC ভেরিফিকেশন অফিসার ইত্যাদি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক (12th) পাশ করে থাকলেই আবেদন যোগ্য। সঙ্গে কম্পিউটার কাজের জ্ঞান থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 32 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 15,300/- থেকে 18,500/- টাকার মধ্যে থাকবে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: উল্লেখ্য, NCS এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই Axis ব্যাংকের নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা সেখানে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন।

অথবা, অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিজেদের CV তথা বায়ো ডেটা পাঠিয়ে দিয়ে। সেক্ষেত্রে নিচে দেওয়া Email কিংবা WhatsApp নম্বর এ নিজ নিজ CV তথা বায়ো ডেটা পাঠিয়ে দিন। এবং নিয়োগের আরো বিস্তারিত খুঁটিনাটি জানতে যোগাযোগ করুন এই নম্বরে।

Email ও WhatsApp নম্বর
Emailhrcorporate887@gmail.com
WhatsApp9038525386 / 9163326074

আবেদনের সময়সীমা: আগামী 15/05/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links 
Official Website Click Here
More Job News Click Here 

Leave a comment