পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার কর্মী নিয়োগ (Volunteer Recruitment 2024 WB) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিযুক্ত করা হবে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে অফিস অফ দা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার (PLV) পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
বেতনক্রম: দিন হিসাবে বেতন তথা সাম্মানিক প্রদান করা হবে। সেক্ষেত্রে যেদিন কাজ হবে সেই দিনে 500/- টাকা প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি: বিস্তারিত নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি নিচে তুলে ধরা হয়েছে।
1. প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
2. এক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি বায়ো ডেটা ফরম্যাট বানিয়ে ফেলুন শীঘ্রই।
3. এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল তথ্য থাকবে।
4. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর দিতে ভুলবেন না। সঙ্গে ইমেল এড্রেস থাকলে দিয়ে দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং সিগনেচার থাকবে এই বায়ো ডেটা এর মধ্যে নিজের।
6. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করুন। সঙ্গে ডকুমেন্ট এর অরিজিনাল কপি সঙ্গে রাখবেন।
7. সবার শেষে এগুলি নিয়ে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে চলে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 04/06/2024 তারিখে সকাল 11 টাই ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |