এসএসসির তরফে গ্রুপ বি ও সি কর্মী নিয়োগ (SSC Group B C Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। সেক্ষেত্রে যেসকল চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে 17 হাজারেরও অধিক শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এসএসসির এই নিয়োগের মধ্য দিয়ে প্রধান দু ধরনের লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. গ্রুপ- B লেভেল
2. গ্রুপ- C লেভেল
এই গ্রুপ B ও C লেভেলের অধীনে বিভিন্ন ধরনের পদ রয়েছে। এগুলি অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর বয়সের নিচে থাকা প্রার্থীরা আবেদন যোগ্য।
মাসিক বেতন: সর্বোচ্চ গ্রুপ B লেভেল এর পদের ক্ষেত্রে পে লেভেল – 7 অনুযায়ী বেতনক্রম 44,900/- থেকে 1,42,400/- টাকার মধ্যে।
এবং সর্বোচ্চ গ্রুপ C লেভেল এর পদের ক্ষেত্রে পে লেভেল – 5 অনুযায়ী বেতনক্রম 29,200/- টাকা থেকে 92,300/- টাকার মধ্যে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. এক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. এক্ষেত্রে অবশ্যই নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. অনলাইন ফর্ম ফিলাপ এর সময় নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 24/07/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website / Apply Online | Click Here |