27,900/- বেতনে এয়ার ইন্ডিয়ার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি | AIESL Job Recruitment 2024

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড এর তরফে কর্মী নিয়োগ (AIESL Job Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হলো। আপনারা যারা এয়ারপোর্ট বিভাগের মতো মর্যাদাপূর্ণ ও স্বনামধন্য ক্ষেত্রে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এখানে উচ্চ হারে বেতন প্রদান করা হবে নিযুক্ত কর্মীদের। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

AIESL Job Recruitment 2024

নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড তথা AIESL এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,

1. রিজিওনাল সিকিউরিটি অফিসার

2. অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (সিকিউরিটি)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতা থাকা দরকার।

প্রার্থীর বয়সসীমা: রিজিওনাল সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর।

মাসিক বেতন: রিজিওনাল সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতন 47,625/- টাকা এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (সিকিউরিটি) পদের ক্ষেত্রে মাসিক বেতন 27,940/- টাকা।

আবেদন পদ্ধতি: আপনারা আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা করার মধ্য দিয়ে এখানে আবেদন জানাতে পারবেন।

1. এক্ষেত্রে সবার প্রথমে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে এই আবেদনপত্র পূরণ করুন।

3. এরপর নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মের মধ্যে এবং একটি সিগনেচার করুন।

4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী 24/09/2024 তারিখের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন।

Important Links
Official Notification/ Application Format Click Here 
Official Website Click Here 

Leave a comment