পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা করে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (West Bengal State Health & Family Welfare Samiti) থেকে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনে কর্মী নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন: রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ (WB Health Recruitment 2023) এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত ধাপগুলি আলোচনা করা হলো।
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
2. নিজের যাবতীয় তথ্য, যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে সাবমিট করুন ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি তথা হার্ড কপি বের করে নিন।
4. আবেদনের এই হার্ড কপির সঙ্গে যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড জুড়ে দেবেন।
5. সবার শেষে এগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট আউট কপি তথা রেজিস্ট্রেশন কপি
2. ফটো আইডেন্টিটি প্রুফ কার্ড হিসাবে ভোটার কার্ড/ প্যান কার্ড/ আধার কার্ড/ পাসপোর্ট এদের মধ্যে যেকোনো একটি
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ পাসপোর্ট কিংবা অন্য যেকোন প্রমাণপত্র
4. Age Proof তথা বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট
5. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
6. কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট
7. কাস্ট সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিংবা পদ সম্পর্কিত কোনো সার্টিফিকেট যদি থাকে
পদের নাম – লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ এর পাশাপাশি পদ সম্পর্কিত আরো কিছু যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 32,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মাধ্যমে যাচাই করা হবে। তাদের অ্যাকাডেমিক রেকর্ডস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইত্যাদির ভিত্তিতে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 22/04/2023 তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। আগামী 27/04/2023 তারিখের মধ্যে অনলাইন ফর্মের ফাইনাল সাবমিশন করে নিতে হবে। এবং আগামী 04/05/2023 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের হার্ডকপি জমা করতে হবে।
আবেদনের হার্ডকপি পাঠানোর ঠিকানা: State HR Cell, 5th Floor, Swasthya Sathi Building, Swasthya Bhawan, GN-29, Sector-V, Bidhannagar, Kolkata-700091
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE