21,000 টাকা বেতনে পশ্চিমবঙ্গে ডেটা অ্যানালিস্ট নিয়োগ | WB Data Analyst Recruitment 2023

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal) এর তত্ত্বাবধানে Calcutta School of Tropical Medicine এর তরফে কর্মী নেওয়া হচ্ছে। আপনিও চাইলে খুব সহজেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন এখানে। কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে প্রার্থীদের। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

WB Data Analyst Recruitment 2023
পদের নাম – ডেটা অ্যানালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সে কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ বয়সসীমা 60 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
1. নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের বিভিন্ন তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি দেবেন
3. ফর্মের ওপরে ডান দিকে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে নিচে ডান দিকে নিজের একটি সিগনেচার করে দিন।
4. নিজের কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করুন।
5. সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোস্ট কিংবা কুরিয়ার করে পাঠিয়ে দিন।
যেসব ডকুমেন্ট রাখবেন: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই রাখবেন,
1. নিজের সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
2. Age Proof তথা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
3. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট কিংবা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগ পদ্ধতি: কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদন জমা পড়ার পর সেগুলি শর্ট লিস্টিং করে শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য। প্রার্থীদের সেখানে ভালো করে যাচাই করে যোগ্য প্রার্থী বেছে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা ও ঠিকানা: আগামী 10 মে, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Director, School of Tropical Medicine, 108, Chittaranjan Avenue, Kolkata-700073
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment