কলকাতা হাইকোর্টের তরফে কর্মী নিয়োগ (Kolkata High Court Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর এটি। এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনারা। সেক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আপনি অনায়াসেই আবেদন জানাতে পারবেন এখানে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট এর তরফে এই কর্মী নিয়োগ (Kolkata High Court Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এখানে মূলত ট্রান্সলেটর পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 18-40 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 29,800/- টাকা থেকে শুরু হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাহাই ও বাছাই করে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: আপনারা আবেদনপত্র জমা করার মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম ভালো করে পূরণ করে নিতে হবে।
3. সেক্ষেত্রে নিজের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম, জাতীয়তা, ধর্ম, ক্যাটাগরি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন।
5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: Office of the Registrar, Original Side, 1st Floor, Main Building, High Court at Calcutta, Kolkata-700001
আবেদনের সময়সীমা: আগামী 05/02/2025 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |