চাকরি প্রার্থীদের জন্য ফের এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে স্বাস্থ্য বিভাগের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত জেলা লেভেলে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সঙ্গে কর্মীদের দেওয়া হবে মাসিক উচ্চ বেতন। এবং প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।
কীভাবে আবেদন করবেন: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।
1. সেক্ষেত্রে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে নিজের একটি সিগনেচার করে দিন।
4. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে সেগুলি সব ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে পৌঁছে যেতে হবে।
কি কি ডকুমেন্ট রাখবেন: আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
3. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
4. ফটো আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এদের মধ্যে যেকোনো একটি
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
পদের নাম – মেডিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো এমসিআই স্বীকৃত সংস্থা থেকে এমবিবিএস করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর। অর্থাৎ, এই বয়েসের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 60,000/- টাকা।
পদের নাম – পার্ট টাইম মেডিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রেও আপনাকে এমসিআই স্বীকৃত কোনো সংস্থা থেকে এমবিবিএস করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ 62 বছর এর মধ্যে যেকোনো প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: এক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 24,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – স্পেশালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: পেডিয়াট্রিকস এর ওপর ডিপ্লোমা কিংবা এমবিবিএস করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ যোগ্য।
বেতন: এখানে দৈনিক 3,000/- টাকা করে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে সপ্তাহে তিন দিন এর হিসাবে কাজ করতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 24 এপ্রিল, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে সকাল সাড়ে 10 টার মধ্যে ইন্টারভিউ কেন্দ্রে এসে হাজির হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান: Office of the Chief Medical Officer of Health, MNK Road, Old Outdoor Campus, Kamarpotty More, Rampurhat Dist. Birbhum, Pin- 731224, W.B.
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE