ইতিমধ্যে এয়ারপোর্টের তরফে বেশ কয়েকটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেরকমই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ফের আরো একবার এয়ারপোর্টের তরফে যেটি সম্পর্কে আলোচনা করা হবে আজ। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। আর সব থেকে বড় কথা হলো, এয়ারপোর্টের এই চাকরিতে ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি আবেদন জানাতে পারবেন।
নিয়োগকারী সংস্থা ও পদ: AI Airport Services Limited যেটি আগে Air India Air Transport Services Limited নামেও পরিচিত ছিল। এর তরফে একই সঙ্গে মোট সাত ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যথা,
ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার
হ্যান্ডিম্যান
ডিউটি অফিসার
জুনিয়র অফিসার- প্যাসেঞ্জার
জুনিয়র অফিসার- টেকনিক্যাল
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ
পদ – ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে HMV ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর এক্ষেত্রেও। রিজার্ভ ক্যাটাগরি যেমন OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় এবং SC/ST প্রার্থীদের বয়সে 5 বছর এর ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,350/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
পদ – হ্যান্ডিম্যান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর, অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। সেক্ষেত্রে OBC প্রার্থীদের বয়সে 3 বছরের এবং SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 17,520/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – ডিউটি অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 12 বছরের কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ বয়সসীমা 50 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 32,200/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – জুনিয়র অফিসার- প্যাসেঞ্জার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 9 বছরের কর্ম অভিজ্ঞতা।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,300/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – জুনিয়র অফিসার- টেকনিক্যাল
শিক্ষাগত যোগ্যতা: মেকানিকাল/ অটোমোবাইল/ প্রোডাকশন/ ইলেকট্রিক্যাল যেকোনো একটি বিষয়ের ওপর ডিগ্রি তথা গ্র্যাজুয়েশন পাশ।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। OBC প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 31 বছর এবং SC/ST প্রার্থীদের জন্য 33 বছর।
মাসিক বেতন: নিয়োগের পর পরই কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,300/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকলে নিয়োগে বিশেষ অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ 28 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় এবং SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,300/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: মেকানিকাল/ ইলেকট্রিক্যাল/ প্রোডাকশন/ ইলেকট্রনিকস ইত্যাদি যেকোনো একটি বিষয়ের ওপর তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এখানেও বয়সের ঊর্ধ্ব সীমা 28 বছর। OBC প্রার্থীদের জন্য এই ঊর্ধ্বসীমা 31 বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ঊর্ধ্বসীমা 33 বছর।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 21,300/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন।
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. নিচে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবেন।
6. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন নিজের।
7. সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 03 এপ্রিল, 2023 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে এবং চলবে আগামী 07 এপ্রিল, 2023 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে পদ অনুযায়ী ইন্টারভিউয়ের দিন ও তারিখ নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এ দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE