চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে জেলা লেভেলে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে জেলা শাসকের কার্যালয়ের অধীনে সংখ্যালঘু বিভাগে নেওয়া হবে কর্মী। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে পদগুলি হলো,
কর্মবন্ধু
মেট্রন
রাধুনি
রাধুনির সহকারী
নৈশ প্রহরী
আবেদন পদ্ধতি: নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলতে হবে। সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. রেজিস্ট্রেশন সার্টিফিকেট
2. ভোটার কার্ড/ আধার কার্ড
3. প্যান কার্ড
4. ব্যাংকের যাবতীয় তথ্য
5. কর্ম অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি
বেতনক্রম: মেট্রন পদের ক্ষেত্রে মাসিক বেতন ৮,০০০/- টাকা। রাধুনি ও নৈশ প্রহরী পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩,০০০/- টাকা। রাধুনির সহকারী পদের ক্ষেত্রে বেতন ২,৫০০/- টাকা। এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে বেতন ২,০০০/- টাকা।
আবেদনের সময়সীমা: আগামী 31/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ও এই আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য যে, এখানে শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা আবেদন যোগ্য। সঙ্গে কিছু শর্ত পূরণ করে থাকতে হবে এখানে আবেদন জানাতে গেলে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB UPDATES: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE