পশ্চিমবঙ্গ পুলিশ এর তরফ থেকে এবার দুর্দান্ত এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নেওয়া হচ্ছে কর্মী। মূলত প্রমোশনের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। সেহেতু ইতিমধ্যে যারা রাজ্যের পুলিশ বিভাগে কনস্টেবল কিংবা লেডি কনস্টেবল পদে চাকরি করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। লিখিত পরীক্ষা এবং কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের যাচাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করছি, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: রাজ্যের পুলিশ বিভাগ তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন যোগ্য।
পদের নাম: রাজ্য পুলিশের এই নিয়োগ (WB Police Recruitment 2023) এর মধ্য দিয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) এবং লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (LASI) পদে নেওয়া হবে কর্মী।
মোট শূন্যপদ: সব মিলিয়ে 1525 টি শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে 1450 টি শূন্যপদে ASI/ LASI (UB) কর্মী নেওয়া হবে এবং 75 টি শূন্যপদে ASI(AB) কর্মী নেওয়া হচ্ছে।
যেভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন করুন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এ Annexure II নামের অ্যাপ্লিকেশন ফরম্যাট টি ডাউনলোড করে নিন।
2. এটি Certificate of Verification ফরম্যাট নামেও পরিচিত, এটি বের করে যাবতীয় নানান তথ্য দিয়ে পূরণ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্ম তারিখ, কনস্টেবল চাকরির অ্যাপয়েন্টমেন্ট ডেট ইত্যাদি দিয়ে ফর্মটি পূরণ করবেন।
4. তারপর অফিসিয়াল লিংকে গিয়ে আপলোড করে দিতে হবে ফর্মটি। সেক্ষেত্রে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন এর সঙ্গে।
5. আবেদন পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন, সেখানে আরো বিস্তারিত দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া: সবার প্রথমে প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। বিভিন্ন বিষয়ের ওপর 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা সংঘটিত হবে।
এখানে উত্তীর্ণ হলে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাচাই করে সার্বিক পারফরম্যান্স এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে। সব শেষে করা হবে নিয়োগ।
প্রয়োজনীয় যোগ্যতা: উল্লেখ্য, এখানে তারাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন যারা রাজ্যের পুলিশ কনস্টেবল এর পদে কর্মরত। সেক্ষেত্রে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যাদের 5 বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে তারাই একমাত্র আবেদন যোগ্য।
আবেদনের সময়সীমা: আগামী 27/02/2023 তারিখ থেকে আবেদন শুরু হবে। এই আবেদন চলবে আগামী 18/03/2023 তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE