পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, বেতন 40,000 টাকা | WBPDCL Recruitment 2023

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যের বিদ্যুৎ বিভাগে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নেওয়া হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা এখানে অনায়াসে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না, সরাসরি নিয়োগ করা হবে। এবং রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। 

WBPDCL Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের বিদ্যুৎ বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। মূলত WBPDCL এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: একই সঙ্গে মোট 7 ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে পদ গুলির নাম উল্লেখ করা হয়েছে। এবং এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Mines Manager
Safety Officer
Assistant Mines Manager
Blasting Officer
Welfare Officer
Surveyor
Overman
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি তথা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা কিংবা ডিগ্রি পাস করে থাকতে হবে। পদ অনুযায়ী আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে তেরমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 55 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: সর্বনিম্ন পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 41,000/- টাকা। এবং সর্বোচ্চ পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 82,000/- টাকা।
কীভাবে আবেদন করবেন: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
1. সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন আবেদন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করবেন এই ফর্মের মধ্যে।
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দেবেন ফর্মের মধ্যে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ ক্ষেত্রে নিয়ে গিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আগেই বলা হয়েছে যে, কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীরা ইন্টারভিউ এর জন্য রিপোর্ট করার সঙ্গে সঙ্গে তাদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। 
সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। তারপর যোগ্য প্রার্থী বেছে মেরিট লিস্ট গঠন করে প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ স্থান: আগামী 13 এবং 14 মার্চ, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। স্থান – Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment