আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে এবার জেলা লেভেলে এসডিও তথা মহকুমা অফিসের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে মূলত গ্রুপ সি ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সব থেকে বড় কথা হলো, কোনো রকম পরীক্ষা নেওয়া প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। নিচে দেওয়া ধাপ গুলি অনুসরন করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. নিচে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন এখানে।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
পদের নাম: রাজ্যের এই চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2023) এ গ্রুপ সি লেভেলে কর্মী নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর কাজে দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সেক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকোনো প্রার্থী আবেদন যোগ্য।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 13,000/- টাকা থেকে শুরু হচ্ছে। এবং প্রতি বছর নিয়ম মেনে বেতন বাড়ানো হবে।
নিয়োগ প্রক্রিয়া: প্রধান তিনটি ধাপ এর মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে সবার প্রথমে প্রার্থীদের শর্ট লিস্টিং করে বেছে নিয়ে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এর ওপর নম্বর প্রদান করা হবে।
এই অ্যাক্যাডিমসি কোয়ালিফিকেশন এর ওপর রাখা হয়েছে 30 নম্বর। তারপর রয়েছে যথাক্রমে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। এদের ওপর 10 নম্বর করে রাখা হয়েছে।
অর্থাৎ প্রার্থীদের সব মিলিয়ে 50 নম্বরের মধ্যে নম্বর প্রদান করা হবে। এবং সব শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে সরাসরি নিয়োগ করে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 22 ফেব্রুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন, আবেদনপত্র সহ যাবতীয় লিঙ্ক দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To The Sub-Divisional Officer, Purulia Sadar, at Office campus of the District Magistrate, Purulia, PO+Dist-. Purulia, Pin- 723101
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE