চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। এবার রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনিও চাইলে খুব সহজেই এখানে ইন্টারভিউ এর জন্য অংশগ্রহণ করতেই পারেন। নিয়োগের বিশেষ বিশেষত্ব হচ্ছে এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে। নিচে আরো বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সাথেই থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদ: ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইন্সটিটিউট এর তরফে মূলত রাজ্যে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্যে দিয়ে প্রজেক্ট লিংকড জুনিয়র রিসার্চ ফেলো পদে নেওয়া হবে কর্মী।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 31,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
1. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে একটি বায়ো ডেটা তথা আবেদন পত্র বানিয়ে ফেলুন।
2. এখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
4. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে এমই/ এমটেক কিংবা স্ট্যাটিসটিক্স সম্পর্কিত কোনো ডিগ্রি পাশ করে থাকতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 06 মার্চ, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। মূলত সকাল সাড়ে 11 টা থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে।
ইন্টারভিউয়ের স্থান: Electronics and Communication Sciences Unit, 9th Floor, Satyan Bose Bhavan (Library Building) and of the Indian Statistical institute, Kolkata
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE