রাজ্যে DM অফিস থেকে নারী ও শিশু বিকাশ বিভাগে কর্মী নিয়োগ | WB Govt Jobs 2023

পশ্চিমবঙ্গে জেলা লেভেলে ডিএম অফিসের তরফে জারি হলো এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্যে দিয়ে সমাজ কল্যাণ বিভাগে তথা নারী ও শিশু বিকাশ বিভাগে নেওয়া হবে কর্মী। এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না কর্মী নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এর পাশাপাশি ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করে দেওয়া হবে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

WB Govt Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে DM তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে এখানে নারী ও শিশু বিকাশ তথা সমাজ কল্যাণ বিভাগে নেওয়া হবে কর্মী।
পদের নাম – প্রটেকশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ডিগ্রি পাস করে থাকতে হবে। সেক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক/ ইতিহাস/ ভূগোল/ ইংরেজি/ পলিটিক্যাল সাইন্স/ ইকোনোমিক্স ইত্যাদি যেকোনো একটি বিষয়ের ওপর মাস্টার্স ডিগ্রি করে থাকতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সেক্ষেত্রে সর্বোচ্চ 36 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে। সঙ্গে 2,000/- টাকার ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে।
দেখে নিন আবেদন পদ্ধতি: অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে যাবতীয় সকল প্রকার তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য সঙ্গে রাখবেন। সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
কি কি ডকুমেন্ট রাখবেন: আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে বিশেষ কয়েকটি ক্ষেত্রে নম্বর প্রদান করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এর ওপর রয়েছে 30 নম্বর, কম্পিউটার টেস্ট এর ওপর রাখা হয়েছে 15 নম্বর এবং ইন্টারভিউয়ের ওপর 5 নম্বর। অর্থাৎ সব মিলিয়ে 50 নম্বরের মধ্যে নম্বর প্রদান করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: 23/02/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment