পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ, শীঘ্রই দেখুন আবেদন পদ্ধতি | WBMDFC Job Recruitment 2023

রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে নেওয়া হচ্ছে কর্মী। আপনি রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজে থেকে থাকলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

WBMDFC Job Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর তথা West Bengal Minority Development and Finance Corporation (WBMDFC) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এর এই নিয়োগের মধ্য দিয়ে সিনিয়র সফ্টওয়্যার ডেভলপার পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: MCA অথবা আইটি/ কম্পিউটার সায়েন্সের ওপর এমএসসি করা থাকতে হবে।
অথবা, আইটি/ কম্পিউটার সায়েন্সের ওপর B.Tech করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 28-40 বছর বয়সের মধ্যে।
আবেদন পদ্ধতি: নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলতে হবে।
2. নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. সঙ্গে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব খামের ভেতর ভরে তা নিয়ে একেবারে ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হন ইন্টারভিউয়ের দিন।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 22/08/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। ইন্টারভিউয়ের সময় সকাল 11 টা।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে নিয়োগের বিস্তারিত বিবরণ জেনে নিন। সেখানেই নিয়োগের আবেদনপত্র (Application Form) এবং ইন্টারভিউয়ের ক্ষেত্র দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment