পশ্চিমবঙ্গে এবার একই সঙ্গে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মূলত বিভিন্ন ধরনের গ্রুপ সি লেভেলের পদ যেমন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি পদে কর্মী নেওয়া হচ্ছে। আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে অনেক পড়াশোনা করার পর দীর্ঘ দিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। মাসিক উচ্চ বেতনের এই নিয়োগে আবেদন জানাতে চাইলে নিচে বিস্তারিত আলোচনা করা হলো, জেনে শীঘ্রই করুন আবেদন।
পদের নাম – অ্যাকাউন্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ করে থাকতে হবে মূলত কমার্স বিষয়ের ওপর। কিংবা ইকোনোমিক্স এর ওপর সঙ্গে থাকবে গণিত বিষয়।
মাসিক বেতন: লেভেল 9 অনুযায়ী উচ্চ বেতন প্রদান কর হবে। কর্মী পিছু মাসিক গড় বেতন 37,100/- টাকা।
পদের নাম – জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সাইন্স এর ওপর ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স করে থাকতে হবে।
মাসিক বেতন: লেভেল 8 অনুযায়ী বেতন প্রদান করা হবে। কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,800/- টাকা।
পদের নাম – সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: লেভেল 8 অনুযায়ী বেতন প্রদান করা হবে। কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,800/- টাকা।
প্রার্থীর বয়সসীমা: যেকোনো পদে আবেদনের ক্ষেত্রেই বয়সের সর্বোচ্চ সীমা 40 বছর রাখা হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: নিচে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র সংগ্রহ করার লিঙ্ক দেওয়া হয়েছে। সেটি ডাউনলোড করে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করবেন।
নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন। একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একই সিগনেচার করবেন ফর্মে।
যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে নিন। এগুলি এর সঙ্গে যুক্ত করে তা একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন ফি: 500/- টাকা ধার্য্য করা হয়েছে আবেদন ফি বাবদ। SC/ST প্রার্থীদের 250/- টাকা দিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন ফি জমা করার পদ্ধতি দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের সময় যেগুলি ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. আবেদন ফি জমা দেওয়ার প্রমাণপত্র
আবেদনের সময়সীমা: আগামী 13 জানুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE