পশ্চিমবঙ্গে নতুন করে অসংখ্য অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ | WB ICDS Recruitment 2023

পশ্চিমবঙ্গে এবার ফের নতুন করে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থীরা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে ন্যুনতম অষ্টম পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

ICDS Worker Recruitment 2023
পদের নাম: প্রধান দু ধরনের পদে নেওয়া হবে কর্মী। যথা, 
ICDS অঙ্গনওয়াড়ি কর্মী 
ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা
শিক্ষাগত যোগ্যতা: আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ হয়ে থাকে তবে আপনি ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন জানাতে পারবেন। অন্যদিকে, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন জানাতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া নিয়োগের অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
1. যে পদের জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করুন। নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য দিন।
2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন। সঙ্গে নিজের বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
3. যাবতীয় কিছু ডকুমেন্ট যেমন, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ইত্যাদি এক এক করে আপলোড করুন।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তথা ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিচে নম্বর বিভাজন দেওয়া হয়েছে,
লিখিত পরীক্ষায় রয়েছে মোট 90 নম্বর এবং মৌখিক পরীক্ষায় রয়েছে মোট 10 নম্বর। অর্থাৎ সব মিলিয়ে 100 নম্বর।
1. মাতৃভাষায় রচনা লেখা -15 নম্বর
2. পাটিগণিত -20 নম্বর
3. পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন -15 নম্বর
4. ইংরেজি ভাষা থেকে -20 নম্বর
5. সাধারণ জ্ঞান -20 নম্বর
এবং সবার শেষে ইন্টারভিউতে 10 নম্বর অর্থাৎ সব মিলিয়ে 100 নম্বরের মধ্যে নম্বর দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 04/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment