চাকরি প্রার্থীদের জন্য আজ একটি দুর্দান্ত নিয়োগের সুখবর নিয়ে আসা হলো। এবার রাজ্যে লাইব্রেরিয়ান সঙ্গে অন্যান্য কিছু পদে কর্মী নিয়োগ করা হবে। দিনের পর দিন রাজ্যজুড়ে দুর্বার গতিতে বেড়ে চলেছে বেকার সমস্যা, অন্যদিকে নিয়োগ নেই আগের মতো। এমন কঠিন পরিস্থিতিকে এরকম একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি। নিয়োগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। নিচে বিস্তারে আলোচনা করা হয়েছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন।
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র তথা BIO DATA বানিয়ে ফেলুন ভালো করে।
2. সেখানে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করবেন খুব ভালো করে এবং যত্ন করে।
3. সেক্ষেত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিভাবকের নাম, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
4. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন এখানে।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে যুক্ত করবেন এই আবেদনপত্রের সঙ্গে।
6. সবার শেষে এগুলি নিয়ে একেবারে ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
পদের নাম: এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। বিভিন্ন বিষয়ে টিচিং স্টাফ নেওয়ার পাশাপাশি লাইব্রেরিয়ান পদে নেওয়া হচ্ছে কর্মী। মূলত যেসব বিষয়ের ওপর শিক্ষক তথা টিচিং স্টাফ নেওয়া হচ্ছে,
ফাউন্ডেশন কোর্স
ল্যাঙ্গুয়েজ / ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি)
ম্যাথমেটিক্স / অঙ্ক
সাইন্স তথা বিজ্ঞান গ্রুপ (ফিজিক্যাল সাইন্স, লাইফ সাইন্স)
সোশ্যাল সাইন্স (হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্যাল সাইন্স)
ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পারফর্মিং আর্টস
লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল নোটিফিকেশন এ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে যে, 2014 এর NCTE এর রেগুলেশন ফলো করা হবে।
তবে টিচিং পোস্ট গুলিতে আবেদন করতে উক্ত বিষয়ে 55% মার্কস সহ মাস্টার্স ডিগ্রি ধারন করে থাকতে হবে। সঙ্গে এমএড করে থাকতে হবে।
লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে লাইব্রাইয়ান এর ওপর স্নাতক কিংবা স্নাতকোত্তর করা থাকতে হবে। অন্যদিকে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ও পারফর্মিং আর্টস এ আবেদনের ক্ষেত্রে NCTE এর নিময় ফলো করা হতে পারে।
প্রার্থীর বয়সসীমা: যাইহোক, এই বয়সসীমা NCTE এর গাইডলাইন অনুযায়ী হবে। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের নিম্নলিখিত কয়েকটি ধাপে সরাসরি নিয়োগ করে দেওয়া হবে,
1. ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।
2. সেখানে তাদের সাধারণ বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
3. তারপর যোগ্য প্রার্থী বেছে মেরিট লিস্ট গঠন করে প্রার্থীদের সরাসরি নিয়োগ করে দেওয়া হবে বিভিন্ন ধরনের পদে।
ইন্টারভিউয়ের তারিখ ও আবেদনের সময়সীমা: আগামী 15/11/2022 তারিখ এবং 16/11/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে। সেক্ষেত্রে এদিনই সকল প্রকার ডকুমেন্ট নিয়ে গিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই ইন্টারভিউয়ের ক্ষেত্র উল্লেখ করা হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE