পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ নিয়োগের সুখবর। এবার রাজ্যে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জারি হয়েছে এক অসাধারণ নিয়োগের বিজ্ঞপ্তি। অনেক পড়াশোনা করার পর আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় যেকোনো জেলা প্রান্ত থেকে অনায়াসে এখানে আবেদন করা যাবে। তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিম্নলিখিত কয়েকটি ধাপ অনুসরন করুন,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিতে হবে আপনাকে।
2.নিচে আবেদনপত্রের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
4. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করবেন ফর্মে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা: এখানে মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদনের ক্ষেত্রে প্রাথমিকভাবে মাধ্যমিক পাশ করে থাকতে হবে আপনাকে। সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা তথা সংশ্লিষ্ট পদ সম্পর্কিত কর্ম অভিজ্ঞতা থেকে থাকলে নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে কোনো বাঁধা সীমা নেই এখানে। সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হচ্ছে। চাকরিতে নিযুক্ত হওয়ার পর পরই কর্মী পিছু মাসিক গড় বেতন 27,600/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পাঠানোর ঠিকানা: To the Chief Mechanical Engineer, Syama Prasad Mukherjee Port, Kolkata, Mechanical & Electrical Engineering Department, 8 Graden Reach Road, Kolkata- 700043
আবেদনের সময়সীমা: আগামী 22 নভেম্বর, 2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরের দেওয়া আবেদন পদ্ধতি ভালো করে অনুসরন করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE