পশ্চিমবঙ্গে ব্লক অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, শীঘ্রই করুন আবেদন | WB Govt Recruitment 2022

রাজ্যে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি। দীর্ঘ দিন যাবৎ অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন? কিংবা চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার কন্যাশ্রী প্রকল্পে নেওয়া হচ্ছে কর্মী। আপাতত এই নিয়োগ করা হবে জেলা লেভেলে ব্লক তথা বিডিও অফিস অনুযায়ী এবং চুক্তিভিত্তিক ভাবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নিন।

WB Govt Jobs 2022
শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের এই চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এ আবেদন জানাতে গেলে আপনাতে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এ সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 37 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সরকারি রিটায়ার্ড কর্মীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 65 রাখা হয়েছে।
মাসিক বেতন: কর্মীদের ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন 11,000/- টাকা রয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট (www.purbabardhaman.nic.in) ভিজিট করবেন সবার প্রথমে।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন স্ক্যান করে।
3. এই ডকুমেন্ট এর সাইজ 1 MB এর মধ্যে থাকতে হবে। যাইহোক আবেদন শেষে অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন।
4. যাইহোক, অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন।
5. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
6. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
7. এগুলি সবার শেষে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা অন্য কোনো সাপোর্টেড ডকুমেন্ট
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
পদের নাম: এখানে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে। অফলাইনে আবেদন করলে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To the District Magistrate and Collector, District Project Manager Unit, Kanyashree Orakalpa, New Administrative Building, 3rd Floor, Purba Bardhaman-713101
আবেদনের সময়সীমা: আগামী 11/11/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন। সেখানেই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE 


APPLY ONLINE/ OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। 
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment