10 হাজারেরও বেশি শূন্যপদে রাজ্যজুড়ে ব্যাংক কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | WB Bank Jobs 2022

ভালো এক নিয়োগের সুখবর রাজ্যের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য। ব্যাংকের তরফে অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। আপনারা যারা দীর্ঘ দিন যাবৎ ভালো একটি চাকরির খোঁজে রয়েছেন কিংবা বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। রাজ্য তথা দেশের অন্যতম ব্যাংক তথা অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে জারি হলো নিয়োগের সুখবর। প্রচুর পরিমাণে শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। সব থেকে বড় কথা হচ্ছে, এখানে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যের বিভিন্ন জেলা প্রান্ত থেকে যেকেউ সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

Bank Jobs 2022

আবেদন পদ্ধতি: ব্যাংকের এই চাকরিতে ( Bank Jobs 2022) অনলাইনের মাধ্যমে খুব সহজেই কয়েকটি ধাপে আবেদন জানাতে পারবেন,
1. নিচে অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে।
2. নিচের দিকে Upload Resume নামে একটি অপশন পাবেন। সেখানে আপনার Resume তথা CV তথা BIO DATA আপলোড করতে হবে।
3. যাইহোক, এক্ষেত্রে সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে, যেখানে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিতে হবে।
4. সেক্ষেত্রে নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, পিন কোড, জেন্ডার ইত্যাদি তথ্য দেবেন।
5. সবার শেষে নিজের BIO DATA তথা Resume আপলোড করতে বলবে, সেটি আপলোড করে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: পুরো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। নিচে তার তালিকা দেওয়া হয়েছে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
শিক্ষাগত যোগ্যতা: এই ব্যাংক নিয়োগ (Bank Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা প্রতিষ্ঠান থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সাধারণ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। উচ্চ শিক্ষিত তথা স্নাতক পাশ করা প্রার্থীরা আরো উচ্চ লেভেলের পদের জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: অ্যাক্সিস ব্যাংকের এই নিয়োগে আবেদন এর ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। এখানে সর্বোচ্চ 35 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: কর্মীদের ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন 19,500/- টাকা থেকে শুরু হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।
1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এর ভিত্তি করে প্রথমে শর্ট লিস্টিং করে নেওয়া হবে।
2. শর্ট লিস্টেড প্রার্থীদের ইমেইল কিংবা মোবাইল নম্বর এর সাহায্যে ডেকে নেওয়া হবে।
3. তাদের ইন্টারভিউতে ডেকে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। সেক্ষেত্রে সাধারণ প্রশ্ন করণ এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে করা হবে যাচাই।
4. সবার শেষে যোগ্য প্রার্থীদের ডেকে তাদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করে দেওয়া হবে।
APPLY ONLINE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে চান? তবে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment