70,000 এরও বেশি শূন্যপদে রাজ্যজুড়ে সুবিশাল নিয়োগ, যেকোনো যোগ্যতায় আবেদন | Govt Jobs 2022

দেশ তথা সমগ্র রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এর থেকে বড় নিয়োগের সুখবর আর কিছু হতে পারে না। এবার দেশের অন্যতম বৃহৎ নিয়োগকারী সংস্থা তথা স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে আয়োজিত হচ্ছে এই বিরাট নিয়োগ। এর মধ্য দিয়ে অঢেল শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। এই নিয়োগের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেশ তথ্য রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। দেশ তথা রাজ্যজুড়ে দুর্বার গতি নিয়েছে বেকার সমস্যা। অন্যদিকে চাকরির বাজারে মন্দা আকাশ ছুঁয়েছে। এরকম কঠিন পরিস্থিতিকে এরকম একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে আসুন জেনে নিই নিয়োগ তথা আবেদন এর বিস্তারিত খুঁটিনাটি।

Govt Jobs 2022
নিয়োগকারী সংস্থা: দেশ তথা কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত অন্যতম বিখ্যাত নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন তথা এসএসসি এর দ্বারা এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। রাজ্য তথা দেশের যেকোনো প্রান্ত থেকে আবেদন করুন।
প্রার্থীর বয়সসীমা: এসএসসি এর এই নিয়োগের জন্য আবেদন জানাতে গেলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 20 বছর। সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এই সরকারি চাকরি (WB Govt Jobs 2022) এর জন্য। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরন করতে হবে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিয়োগের আবেদনের লিংকে ক্লিক করুন।
2. অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, সেখানে গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিন।
3. সেক্ষেত্রে আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকলে আর করার দরকার নেই। প্রথমবার আবেদন করতে গেলে One Time Registration করে রাখতে হবে।
4. সেক্ষেত্রে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার রাখুন আপলোডের জন্য।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার আবেদনের কাজ সম্পন্ন হলে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
মোট শূন্যপদ: বিভিন্ন হিসাব অনুযায়ী এসএসসি তে প্রচুর সংখ্যক শূন্যপদ সৃষ্টি হয়েছে। এযাবৎ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এই শূন্যপদের সংখ্যা 70 হাজার ছাড়িয়ে 73 এরও বেশি হয়েছে। এবং এসব ক্ষেত্রে অতি শীঘ্রই নিয়োগ করা হবে কর্মী। 
পদের নাম ও পদ অনুযায়ী শূন্যপদ: বিভিন্ন বিভাগে তথা পদে নেওয়া হচ্ছে কর্মী। এসএসসি এর মধ্যে দিয়ে 4,682 শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS, 24,605 শূন্যপদে কনস্টেবল জিডি, সিজিএল এ 20,000 এরও বেশি শূন্যপদে যেখানে থাকছে ইনকাম ট্যাক্স অফিসার, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিবিআই অফিসার, রেলওয়ে অফিসার ইত্যাদি কর্মী এবং 4,300 এর মতো কেন্দ্রীয় সাব ইন্সপেক্টর পদে নেওয়া হচ্ছে কর্মী। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ইচ্ছেমতো পদে আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: উপরোক্ত বিভিন্ন পদগুলোতে আবেদন জানাতে গেলে আপনাকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ কিংবা কম্পিউটারে সাধারণ জ্ঞান থেকে থাকলে আরো উচ্চ পদের জন্য আবেদন জানাতে পারবেন।
বিস্তারিত খুঁটিনাটি জেনে নিতে নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সেখানেই ইচ্ছেমত যেকোনো পদের জন্য আবেদন জানাতে পারবেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment